সাকিবদের সেমিতে যাওয়ার সমীকরণ

পার্থে দক্ষিণ আফ্রিকার কাছে ভারতের ৫ উইকেটের হারে দুই নম্বর গ্রুপে সেমির লড়াই কিছুটা জটিল হয়ে গেছে। এই ম্যাচের ফলাফলে পাকিস্তানের বেশি ক্ষতি হয়েছে। তবে গ্রুপে লড়াই বেশ জমে উঠেছে। এক নেদারল্যান্ডস বাদে বাংলাদেশসহ এই গ্রুপের বাকি দলগুলোর সেমিতে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে পয়েন্ট টেবিলের বর্তমান অবস্থা এবং সামনের ম্যাচগুলোর সম্ভাব্য ফলাফল বিচার-বিশ্নেষণে এই গ্রুপ থেকে ভারত ও দক্ষিণ আফ্রিকার সম্ভাবনা বেশি।

এই গ্রুপ থেকে সেমির দৌড়ে সবচেয়ে সুবিধাজনক অবস্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা। ৫ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে থাকার সঙ্গে তাদের নেট রান রেটও সবচেয়ে ভালো। তাদের যে দুটি ম্যাচ বাকি, তার মধ্যে একটি গ্রুপের সবচেয়ে দুর্বল দল নেদারল্যান্ডসের বিপক্ষে। তাই পাকিস্তানের বিপক্ষে হারলেও ডাচদের বিপক্ষে জয়ে ৭ পয়েন্ট নিয়ে সেমিতে চলে যাবে প্রোটিয়ারা। বাংলাদেশ ও জিম্বাবুয়ে যদি নিজেদের শেষ দুটি ম্যাচ জিতে যায় তাহলে দল দুটির পয়েন্ট দাঁড়াবে যথাক্রমে ৮ ও ৭। সে ক্ষেত্রেও শ্রেয়তর নেট রান রেটে প্রোটিয়ারাই যাবে। আর বাংলাদেশ কিংবা জিম্বাবুয়ের যে কেউ যদি ভারতের কাছে হারে তাহলেও দক্ষিণ আফ্রিকা ধরাছোঁয়ার বাইরে চলে যাবে।

ভারত ম্যাচ বাকি :বাংলাদেশ ও জিম্বাবুয়ে
দক্ষিণ আফ্রিকার কাছে হেরে যাওয়ায় সেমিতে যেতে হলে পরের দুটি ম্যাচ জিততে হবে ভারতকে। একটি ম্যাচ জিতলেও রোহিত-কোহলিরা শেষ চারে যেতে পারেন, তবে তখন অন্যের ওপর নির্ভর করতে হবে। যদি তারা বাংলাদেশের বিপক্ষে জিতে এবং জিম্বাবুয়ের কাছে হেরে যায়, তাহলে বিপদে পড়তে পারে। তখন দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের ৭ পয়েন্ট হয়ে যাবে। আবার ভারত যদি বাংলাদেশের কাছে হেরে যায় এবং জিম্বাবুয়ের বিপক্ষে জিতে তখন এই গ্রুপ থেকে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের শেষ চারে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে। এর মধ্যে বুধবার অ্যাডিলেডে বাংলাদেশ-ভারত ম্যাচে বৃষ্টির সম্ভাবনা ৭০ শতাংশ। ম্যাচটি পরিত্যক্ত হলে ভারতের সেমির সমীকরণ জটিল হয়ে উঠবে।

জিম্বাবুয়ে ম্যাচ বাকি :নেদারল্যান্ডস ও ভারত সেমির দৌড়ে থাকতে হলে জিম্বাবুয়েকে অবশিষ্ট দুটি ম্যাচেই জিততে হবে। যদি তারা নেদারল্যান্ডসের বিপক্ষে জিতে ও ভারতের কাছে হেরে যায়, তখন তাদের পয়েন্ট হবে ৫, যা সেমিতে যাওয়ার জন্য যথেষ্ট নয়। এমনকি শেষ দুই ম্যাচ জিতলেও অন্য ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে তাদের।
পাকিস্তান ম্যাচ বাকি :দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশ

দক্ষিণ আফ্রিকার কাছে ভারত হারায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে পাকিস্তানের। এখনও কাগজে-কলমে তাদের সেমির সম্ভাবনা থাকলেও বাস্তবে সেটা প্রায় অসম্ভব। পরের দুটি ম্যাচ জিতলে পাকিস্তানের পয়েন্ট হবে ৬। কিন্তু দক্ষিণ আফ্রিকা দুর্বল ডাচদের হারালেই ৭ পয়েন্ট নিয়ে তাদের টপকে যাবে। ভারত যদি বাংলাদেশের কাছে হারে ও জিম্বাবুয়ের বিপক্ষে জিতে এবং পাকিস্তান তাদের অবশিষ্ট দুটি ম্যাচ জিতে নেয়, তখন এশিয়ার এই তিন দলের পয়েন্ট সমান হয়ে যাবে। তখন নেট রান রেটের ভিত্তিতে পাকিস্তানের শেষ চারের সুযোগ আসতেও পারে।
নেদারল্যান্ডস ম্যাচ :৩, পয়েন্ট :০, নেট রান রেট:-১.৯৪৮, ম্যাচ বাকি :জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকা

টানা তিন ম্যাচ হেরে নেদারল্যান্ডস সেমির লড়াই থেকে ছিটকে গেছে। বাকি দুটি ম্যাচ তাদের জন্য শুধুই আনুষ্ঠানিকতা।
বাংলাদেশ ম্যাচ বাকি ভারত ও পাকিস্তানের

বাংলাদেশের পয়েন্ট ভারতের সমান হলেও নেট রান রেটে তারা বেশ পিছিয়ে। তাই নেট রান রেটের বিষয়টি চলে এলে তারা বিপদে পড়বে। তবে বাংলাদেশের সেমিতে খেলাটা নিজেদের হাতেই আছে। দুই এশিয়ান জায়ান্ট ভারত ও পাকিস্তানের বিপক্ষে জিতলে ৮ পয়েন্ট নিয়ে শেষ চারে যাবে তারা। এমনকি একটি ম্যাচ জিতলেও সেমির দৌড়ে থাকবেন সাকিবরা। তখন অন্য ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করতে হবে।